দেশের প্রতিটি ইউনিয়নের এখতিয়ারধীন এলাকার কতিপয় বিরোধ ও বিবাদের সহজ ও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম আদালত গঠন কল্পে প্রণীত আইন।
গ্রাম আদালত কতৃক বিচার যোগ্য মামলা :
*** ফৌজদারি কার্যবিধি এবং দেওয়ানী কার্যবিধিতে যাহা কিছুই থাকুক না কেন তফসিলের প্রথম অংশে বর্ণিত বিষয়াবলী সম্পর্কিত দেওয়ানী মামলা, অত:পর ভিন্ন রকম বিধান না থাকিলে , গ্রাম আদলত কতৃক বিচারযোগ্য হইবে। এবং কোন ফৌজদারী বা দেওয়ানী আদালতের অনুরুপ কোন মামলা বা মোকাদ্দমার বিচার করিবার এখতিয়ার থাকিবে না।